চাঁদপুরে পচা ডিমে কেক ও অবৈধভাবে চানাচুর তৈরি, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে পচা ডিম দিয়ে কেক তৈরী ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে চানাচুর তৈরী করে বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নোংরা, অস্বাস্থ্যকর এবং পচা ডিম দিয়ে কেক বানানোর অপরাধে ইসলামিয়া ফুড ইন্ডাস্ট্রিজ কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারা ভংগের অপরাধে একই আইনের ৪১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সেইসাথে বন্ধু চানাচুর এন্টারপ্রাইজ কে লাইসেন্স ব্যতিরেকে বিএসটিআই এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর ১৫ ধারা ভংগের অপরাধে ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দাখিল করেন বিএসটিআই ইন্সপেক্টর সাইদুল ইসলাম এবং সংগীয় ফোর্স হিসেবে সাথে চিলেন ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply