চাঁদপুরে পুলিশের এসআইসহ আরও ৭ জন করোনা আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ১১৮

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে। ২৩ মে শনিবারও ৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর পৌর এলাকার ৪ জন, কচুয়া থানার একজন এসআই, ফরিদগঞ্জের ১ জন এবং হাজীগঞ্জের একজন । এ নিয়ে ৯ এপ্রিল থেকে ২৩ মে শনিবার পর্যন্ত এ ৪৫ দিনে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৮ জনে।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, এ পর্যণ্ত আমরা ৭ জনের রিপোর্ট পজেটিভ পেয়েছি। এর মধ্যে কচুয়া থানার একজন এসআই রয়েছেন। আজ আরও রিপোর্ট আসতে পারে।

সর্বশেষ প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তি তথ্য মতে, আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ জন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।
জেলার মধ্যে সবচে খারাপ অবস্থা চাঁদপুর শহর এলাকার। সদর উপজেলা ও ফরিদগঞ্জে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে কয়েকদিন আগেই জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তদের মধ্যে রয়েছেন ৩ জন ডাক্তার, ১১ জন পুলিশ সদস্য, একজন ইউএনও, জনপ্রতিনিধি, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাব টেকনেশিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আক্রান্ত ১১৮ জনের মধ্যে চাঁদপুর সদরেই ৬৬ জন, ফরিদগঞ্জে ১৫ জন, মতলব উত্তরে ৬ জন, হাজীগঞ্জে ৭ জন, মতলব দক্ষিণ ৬ জন, কচুয়ায় ৮ জন, শাহরাস্তিতে ৮ জন এবং হাইমচরে ২ জন।

শেয়ার করুন

Leave a Reply