চাঁদপুরে পুলিশ-চিকিৎসকসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় পুলিশ, চিকিৎসকসহ আরও ২৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৭৭৬ জন। মৃত্যুবরণ করেছেন ৬৬জন। উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন জানান, বুধবার (১৫ জুলাই) রিপোর্ট এসেছে ৭৬ জনের। এর মধ্যে পজিটিভ ২৫টি এবং নেগেটিভ ৫১টি।
আক্রান্ত ২৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন পুলিশ সদস্যসহ ১৩ জন, মতলব উত্তর থানার ওসি, মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ১ জন ও শাহরাস্তিতে ৬ জন।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫২২, হাইমচরে ১০০, মতলব উত্তরে ৯১, মতলব দক্ষিণে ১৫৮, ফরিদগঞ্জে ১৬৬, হাজীগঞ্জে ১৩৪, কচুয়া ৫৪ ও শাহরাস্তি ১৪১জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬ জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৭৫৯ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫ হাজার ৫০১ জনের। পেন্ডিং আছে আরও ২৫৮ জনের রিপোর্ট।
সিভিল সার্জন জানান, ১৫ জুলাই মঙ্গলবার একদিনে নতুন করে সুস্থ হওয়ার তালিকায় যুক্ত হয়েছেন আরও ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, কচুয়া উপজেলায় ২ জন, হাইমচর উপজেলায় ১ জন, মতলব দক্ষিণ উপজেলায় সুস্থ হয়েছেন ৩ জন, মতলব উত্তরে ২ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৩ জন এবং শাহরাস্তিতে ৩ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৪৮৩ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪৫৯ জন। বর্তমানে করোনা আক্রান্ত ১৭ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৭২৫ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৩৭৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৬৪ জন।

শেয়ার করুন

Leave a Reply