চাঁদপুরে বালুর দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :
বালুর দাম ২০ পয়সা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বাল্কহেড বোর্ড মালিক সমিতি। রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের তরফ থেকে দাবি করা হয়, চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে বালু উত্তোলন করে দুটি ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক হঠাৎ করেই বালুর দাম ৫০ পয়সা থেকে ৭০ বৃদ্ধি করে দেয়। এতে বিপাকে পড়ে শত শত বাল্কহেড ব্যবসায়ী।
বাংলাদেশ বাল্কহেড বোট মালিক সমিতি সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন, অন্যায্যা ভাবে বালুর দাম বৃদ্ধি করা সম্পূর্ণ বেআইনি। বালুর দাম না কমালে অচিরেই সকল বাল্কহেড বন্ধ করে বড় ধরনের কর্মসূচি দেয়া হবে।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ নেতৃবৃন্দন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply