চাঁদপুরে ভোক্তা-অধিকারের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আশিক বিন রহিম :
খাদ্যের মান নিয়ন্ত্রণ ও বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এর অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ জুলাই রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ও চাঁদপুর জেলার সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে সদরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
নূর হোসেন জানান, খাদ্যের মান নিয়ন্ত্রণ ও বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার অভিযান চলাকালে চাঁদপুর শহরের পালবাজার ও মদিনা মার্কেট এলাকায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযান চলাকালে ওষুধের দোকানে পণ্য বিক্রি তদারকি করা হয়। অতিরিক্ত মূল্য না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা রাখার নির্দেশনা দেয়া হয়। অভিযান চলাকালে চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করুন

Leave a Reply