চাঁদপুরে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ‌’এক লক্ষ আহার এক লক্ষ হাসি’

আশিক বিন রহিম :
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শক্তি ফাউন্ডেশনের আয়োজনে সারা দেশের ন্যায় চাঁদপুরেও ‘এক লক্ষ আহার, এক লক্ষ হাসি’ কর্মসূচী পালন করা হয়েছে। দেশব্যাপী ৪০৮টি শাখা একযোগে ১লক্ষ প্রতিবন্ধী শিশু, আশ্রম, বৃদ্ধাশ্রম এবং দরিদ্রপল্লির অসহায় নারী ও শিশুদের মাঝে খাবার বিতরণ করে। ৩ আগস্ট সোমবার দুপুরে শক্তি ফাউন্ডেশন চাঁদপুর সদর শাখা ২৭৫ ও ১১৮ নং এর উদ্যোগে ১হাজার দরিদ্র মানুষের মাঝে খাবার তুলে দেয়।
সদর উপজেলার কয়লাঘাট, রেল স্টেশন, ঘোড়ামাড়া আশ্রয়ন প্রকল্প, রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্প, রামদাসদী আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন দরিদ্রপল্লিতে ঘরে ঘরে এই খাবার পৌঁছে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
শক্তি ফাউন্ডেশন চাঁদপুর এরিয়ার এএস মো. শামসুল হক জানান, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ধনী-গরীবের বিভেদ ভুলে গিয়ে সকল মানুষ একসাথে আনন্দ করাই হলো ঈদ। তাই পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শক্তি ফাউন্ডেশনের ‘এক লক্ষ আহার, এক লক্ষ হাসি’ কর্মসূচীর আওতায় দেশব্যাপী একযোগে ১লাখ দরিদ্র মানুষের মুখে আহার তুলে দিয়েছে। চাঁদপুরে আমরা ১হাজার দরিদ্র মানুষের মাঝে খাবার দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা এবার ঈদের ছুটি নিইনি। এই দরিদ্র পল্লির মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, শক্তি ফাউন্ডেশন নোয়াখালী জেলার এফএস শিশির কুমার দাস, চাঁদপুর সদর ২৭৫ এর শাখা ব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম, ১১৮ এর এর শাখা ব্যবস্থাপক মো. রুহুল আমিন।

শেয়ার করুন

Leave a Reply