চাঁদপুরে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
অভিজিত রায় :
চাঁদপুর নৌ থানা পুলিশ পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা মাছ জব্দ করেছে।
গতকাল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে নদীর বিভিন্ন এলাকা থেকে এ বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও জাটকা মাছ জব্দ করা হয়।
জব্দকৃট জাল সন্ধ্যায় নৌ থানার কম্পাউন্ডর সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ও জাটকা মাছগুলোর গরীর অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, অবৈধ কারেন্ট জাল নিষিদ্ধ তাই এর বিরুদ্ধে আমারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আজকের অভিযানে দুই নদীর বিভিন্ন এলাকা থেকে ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জেলেরা মাছ ধরার জন্য নদীতে পাতে সেখান থেকে এ জাল জব্দ করা হয়।