চাঁদপুরে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, ১৮০ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৮০ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৫ জুলাই রোববার ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৯ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ১৮ জন, মতলব দক্ষিণে ৮, মতলব উত্তরে ২ জন, কচুয়ায় ৪ জন,হাইমচরে ১৯ জন শাহরাস্তিতে ৩৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ১৩৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫৮ জন। ২৫ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৫ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬৮৬ জন, হাইমচরে ৩৬৬ জন, মতলব উত্তরে ৪৩৭ জন, মতলব দক্ষিণে ৬৮৭ জন, ফরিদগঞ্জে ৯২৪ জন, হাজীগঞ্জে ৮৩২ জন, কচুয়ায় ২৯৮ জন, শাহরাস্তিতে ৯০৭ জন।
মৃত ১৫৮ জনের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৭ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ৯ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৮ হাজার ৮৯৭ জনের। এর মধ্যে পজেটিভ ৮ হাজার ১১৮ জন আর নেগেটিভ ৩০ হাজার ৭৭৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৪৮ জন। এদের মধ্যে ৫১ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৮৯৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply