চাঁদপুরে ২৬৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন : এসপি মিলন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :
দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশের ২৬৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি, এসআই, এএসআই, কনস্টেবলসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা রয়েছেন। যাদের অধিকাংশই সুস্থ হয়ে আবার ডিউটিতে ফিরেছেন। চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মিলন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
১ আগস্ট বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানান তিনি।
জেলা প্রশাসক চাঁদপুর অঞ্জনা খান মজলিশের সঞ্চালনায় জুম সভাটিতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন।
সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, গতকাল পর্যন্ত জেলায় আমার ২৪৬ জন পুলিশ আক্রান্ত হয়েছে। প্রতিদিনই হচ্ছে। ডিসি মহোদয়ের অফিসাররা আক্রান্ত হচ্ছেন। মানুষকে সচেতন করতে ত্রান দিতে আমাদের এখানে সরকার দলের নেতা কর্মিরা বর্তমান সময়ে একটু সরব হয়ে উঠেছেন। আশা করি, আমাদের পাশাপাশি উনারা এবং অন্যান্য সামাজিক মানুষগুলো এগিয়ে আসেন, তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। তিনি বলেন, এখানের সাংবাদিক ভাইরা অনেক আন্তরিকভাবে কাজ করেন। করোনার এই সময়ে আমরা প্রশাসন তাদের যথেষ্ট সাপোর্ট পাচ্ছি কাজ করতে গিয়ে।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল. প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply