চাঁদপুরে ২৮ জন করোনা আক্রান্ত, তিন উপজেলায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় আরও ২৮ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত সনাক্ত হয়েছেন তিনজন। মৃতরা হলেন : মতলব উত্তরের ৫০ বছর বয়সী আফিয়া, শাহরাস্তির ৭৫ বছর বয়সী আবু সুফিয়ান ও কঢ়ুয়ার ৬৬ বছর বয়সী শাহ আলম। গতকাল ২০ জুলাই সোমবার জেলায় ৬৩ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৮ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ৩৫ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৯ জন।
এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৮৫৮ জন। আর মারা গেছেন ৭১ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, সোমবার জেলায় রিপোর্ট আসা ৬৩ জনের মধ্যে ২৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে ৭ জন, কচুয়ায় ৪ জন, শাহরাস্তিতে ৬ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫৫২, হাইমচরে ১১৪, মতলব উত্তরে ১০৯, মতলব দক্ষিণে ১৬৯, ফরিদগঞ্জে ১৭৪, হাজীগঞ্জে ১৪৮, কচুয়া ৬৮ ও শাহরাস্তি ১৫৫ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭১ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৬, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৯৯১ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫ হাজার ৮২৪ জনের। পেন্ডিং আছে আরও ১৬৭ জনের রিপোর্ট।
সিভিল সার্জন জানান, ২০ জুলাই একদিনে নতুন করে সুস্থ হওয়ার তালিকায় যুক্ত হয়েছেন আরও ২৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, মতলব দক্ষিণে ৪ জন, মতলব উত্তরে ২ জন, হাজীগঞ্জে ৯ জন এবং শাহরাস্তিতে ৩ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৫১৯ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫০০ জন। বর্তমানে করোনা আক্রান্ত ৯ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ২১৭ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৭০৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৫১০ জন।

শেয়ার করুন

Leave a Reply