চাঁদপুরে ৩৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৬ আগস্ট বৃহস্পতিবার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ১ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৭ জন, ফরিদগঞ্জে ৩ জন, হাজীগঞ্জে ৫ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন, কচুয়ায় ৩ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৮৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৭ জন। ২৬ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৭ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০০৩ জন, হাইমচরে ৮১৬ জন, মতলব উত্তরে ৮৬৫ জন, মতলব দক্ষিণে ১২৩৬ জন, ফরিদগঞ্জে ১৫৬০ জন, হাজীগঞ্জে ১৪৫৭ জন, কচুয়ায় ৭৭৬ জন, শাহরাস্তিতে ১৫৭৩ জন।
মৃত ২২৭ জনের মধ্যে সদর উপজেলায় ৮৭ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৬ হাজার ৯৩৩ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ২৬৭ জন আর নেগেটিভ ৪২ হাজার ৬৬৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৮৪ জন। এদের মধ্যে ৩৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১১৫০ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply