চাঁদপুরে ৮ পুলিশসহ আরও ১৮ জন করোনা আক্রান্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুরে আরও ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর জেলা পুলিশের এসপি ও পুলিশ লাইনসের ৭ পুলিশ সদস্যসহ সদর উপজেলায় ৮ জন, মতলব উত্তরের ৩ জন, শাহরাস্তির ৩ জন, হাজীগঞ্জের ২ জন, হাইমচরের ১ জন ও মতলব দক্ষিণের (আইসিডিডিআরবি) ১ জন।
৩০ জুন মঙ্গলবার জেলায় আসা ১০৫ জনের রিপোর্টের মধ্যে এই ১৮ জন পজেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৮৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯৯ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, মঙ্গলবার সদর উপজেলায় পজেটিভ ৭ জনের আসা সবাই পুলিশ সদস্য। তারা পুলিশ লাইনসের।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩২৯ জন, হাইমচর উপজেলায় ৭০ জন, মতলব উত্তর উপজেলায় ৬৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৯৬ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৮৪ জন, হাজীগঞ্জ উপজেলায় ৮৮ জন, কচুয়া উপজেলায় ৪০ জন, শাহরাস্তি উপজেলায় ১০০ জন।
মৃত ৫৭ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ২ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৪ হাজার ৪৯৭ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ১০৪ জনের। পেন্ডিং আছে ৩৯৩ জনের রিপোর্ট।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৯৯ জন। এর মধ্যে ৩০ জুন সুস্থ হয়েছেন ৩১ জন। যাদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, কচুয়া উপজেলায় ২ জন, মতলব উত্তর উপজেলায় ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১৮ জন।

শেয়ার করুন

Leave a Reply