চাঁদপুর কোভিড এ্যাকশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কোভিড এ্যাকশন প্রকল্প আয়োজনে বুধবার ৩ মার্চ সকাল ১১ টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি চিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ । উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড.মো.জিল্লুর রহমান।
জেলা প্রশাসক আরো বলেন, ‘এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কোভিড পরিস্থিতিতে ডাক্তারের কাছে না গিয়ে সেবা পাওয়া৷ এ প্রকল্পটা খুবই গ্রহণযোগ্য প্রোগ্রাম। এটা আসলে ডিজিটাল মাধ্যমের সুফল। যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাধারণ জনগনদের জানানোর জন্যে এ প্রকল্পের ব্যাপক প্রচারনার দরকার। এটার সাফল্য নির্ভর করবে প্রচারনার ওপর। এ প্রকল্পের জন্যে খুব বেশি মনিটরিং করতে হবে। তাছাড়া আমার মনে হয় এ প্রোগ্রামের সময় ও সেবার সংখ্যা বাড়ানো দরকার।
সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর মো.শাহজাহান আলী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জেন ডা.শাখাওয়াত উল্লাহ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া,বাংলাদেশ কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর কনসোরর্সিয়াম প্রোগ্রাম ম্যানেজার ইমরানুল হক প্রমূখ। এসময় প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply