চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনের চার কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরস্কার
আশিক বিন রহিম :
শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ বির্নিমানে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনের চার কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। বিগত এক বছরের পারফরম্যান্সের উপর তাদের এই পুরস্কার প্রদান করা হয়। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসন কার্যাালয়ে অনুষ্ঠিত আয়োজনে পুরস্কার হিসেবে চার কর্মকর্তার হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
পুরস্কার প্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের অফিস সহকারী কাম সিএ সাইফুল আলম, জেলা প্রশাসনের অফিস সহকারী কাম সিএ আবুল কালাম আজাদ।
পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুরস্কারপ্রাপ্ত চার কর্মকর্তা চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ সকল উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।