চাঁদপুর ডিবির অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৮ মে রাতে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৮ মে রাত দেড়টার সময় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া সদর থানাধীন লঞ্চ ঘাটের সামনে তিন রাস্তার মোড় হতে উত্তর শ্রীরামদীর (নিশি রোড) মাদক ব্যবসায়ী মোঃ বারেক হাওলাদার, বড়স্টেশন যমুনা রোড এলাকার রফিক মিজি (৩২), ও জাফরাবাদ সাকিনস্থ বেপারী বাড়ির সামনে রাস্তার উপর হতে পঞ্চগড়ের তেতুলিয়া এলাকার মাদক ব্যবসায়ী মোঃ মকছেদকে (৩১) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।