চাঁদপুর বড়স্টেশন মোলহেডকে নান্দনিক পর্যটন কেন্দ্র করতে কাজ শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত একমাত্র পর্যটন কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মোলহেডকে আরো নান্দনিকভাবে গড়ে তোলা হবে। সে লক্ষ্যে মঙ্গলবার (১৮ মে) বিকালে বড়স্টেশন মোলহেড এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনএসআই এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আরমান, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলামসহ আরো অনেকে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দরা বড়স্টেশন মোলহেড এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং দর্শনীয় এই স্থানটির সোন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply