চাঁদপুর মেঘনা নদীতে মালামাল নিয়ে ট্রলার ডুবি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ১২ জন শ্রমিকসহ ডুবে গেছে একটি মাল বোঝাই ট্রলার। ২৮ জুন রবিবার বিকেলে পুরাণবাজার থেকে মাল বোঝাই ট্রলারটি শরীয়তপুর যাওয়ার পথে মেঘনা নদী পাড়ি দেওয়ায় সময় স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে শ্রমিকরা সাঁতারে নদী তীরে উঠতে সক্ষম হয়। ওই ট্রলারে ২২ লাখষ টাকার মালামাল ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
ডুবে যাওয়া ট্রলার মালিক অলিউল্লাহ জানায়, পুরাণবাজার থেকে প্রতিদিনের ন্যায় ট্রলারমালিক অলিউল্লাহ পাইকারি দোকান থেকে ২২লক্ষ টাকার মালামাল ক্রয় করে শরীয়তপুরের চর পাতরা দোকানিরদের জন্য নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের বলেন, বিকেলে মালামাল নিয়ে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এখন মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তবে কতটুকু উদ্ধার করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না। কারণ, দুর্ঘটনাস্থলে পানির গভীরতা অনেক বেশি।
তিনি জানান, যারা ট্রলারে ছিল তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। কোন হতাহত কিংবা মিসিং নেই।

শেয়ার করুন

Leave a Reply