চাঁদপুর লঞ্চঘাটে তাপমাত্রা মেপে যাত্রী উঠাচ্ছে সেনাবাহিনী

আশিক বিন রহিম :
চাঁদপুর লঞ্চঘাটে শৃঙ্খলা ফেরাতে নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্বে তদারকি করছে সেনাবাহিনী সদস্যরা। শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রট ও ভূমি কর্মকর্তা ইমরান হোসেন সজিব এবং কুমিল্লা ক্যান্টনম্যান্টের ক্যাপ্টেন সায়েমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম বিআইডবিøউটিএ’র ব্যবস্থাপনায় তাপমাত্রা পরিমাপ যন্ত্র দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে প্রত্যেক যাত্রীকে লঞ্চে উঠতে সহায়তা করেন।
শুধু তাই নয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর লঞ্চঘাট পরিদর্শন করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করছে কিনা সে বিষয়ে সার্বিক মনিটরিং করেছেন। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেছে প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করা হয়েছে। সেনাবাহিনী মাইকিং করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যদি তার ব্যত্যয় ঘটে তাহলে লঞ্চের সময়সূচি বাতিল করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ- থানার সাব ইন্সপেক্টর ইলিয়াস মাতব্বর, চাঁদপুর মডেল থানার এএসআই শাখাওয়াত হোসেন, বিআইডবিøউটিএ’র পরিবহন পরিদর্শক মাহতাব উদ্দিন, মোঃ শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply