চাঁদপুর শহরে পুলিশের ঝটিকা অভিযান, আটক অর্ধশত

আশিক বিন রহিম :
চাঁদপুর শহরে পুলিশ সুপার মো. মিলন মাহমিদের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালনা করে অর্ধশত ব্যাক্তিকে আটক করা হয়েছে। ৩০ জুলাই শুক্রবার বিকালে পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে চাঁদপুর শহরের বড় স্টেশন, প্রেসক্লাব ঘাট, বাবুরহাট, রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে কঠোর লকডাউন বাস্তবায়নে জনসমাগম ঠেকাতে ঝটিকা অভিযান পরিচালনা করেন।


শহরের বড় স্টেশন ত্রিনদীর মোহনা এলাকা লকডাউন ঘোষণা করায় জনসমাগম সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে মানুষ ভ্রমনে ভীড় জমায়। সেখান থেকে ১০/১২ জন। প্রেস ক্লাব ঘাট এলাকা থেকে বেশ কয়েক জন ও রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ব্যাক্তিরা ফুটবল খেলার আয়োজন করে। সেখান থেকে কম পক্ষে ২০/২৫ জন সহ প্রায় ৫০/৬০ জনকে আটক করা হয়।পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন চাঁদপুরে করোনা পরিস্হিতি ভয়াবহ।
পুরো জেলাকে কঠোর লকডাউনের আওয়তায় আনা হলে জনসমাগম নিষিদ্ধ হলে ও সাধারন মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে সমাগম করছে। আমরা চাই সকলকে করোনার হাত থেকে মুক্ত রাখতে। এ সময় আরো উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর মডেল থানার অফবসার ইনচার্জ আঃ রশীদ, পুলিশ পরিদর্শক ( তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্ট) এনামুল হক চৌধূরী সহ পুলিশ সদস্যরা
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আক্কাস আলী মাঠ থেকে ফুটবল খেলা, খেলা দেখা এবং খেলা পরিচালনার দায়ে ১৪ জনকে আটক করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন স্থান থেকে সর্বমোট ৪৪ জনকে আটক করা হয়েছে। তারা এখন থানায় আছে। তাদের অভিভাকরা আসছেন। মুচলেকা নিয়ে হয়তো তাদের ছেড়ে দেয়া হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply