চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে দু’দিনে ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও ১৩ জন মারা গেছেন। রোববার ও সোমবার দু’দিনের বিভিন্ন সময় এ মৃত্যুর ঘটনা ঘটে। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানিয়েছেন, এর মধ্যে ১ জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন।
দু’দিনে উপসর্গে মৃতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকার আঃ মমিন সরদার (৬৫), হাইমচরের আলগী এলাকার আনোয়ারা বেগম (৫০), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার জামাল শেখ (৯৫), শরীয়তপুরের সখিপুর উপজেলার তারাবুনিয়া এলাকা মোঃ হোসেন (৬০), হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকার মমতাজ বেগম (৬০), মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া এলাকার রেহেনা (৩৫), মতলব দক্ষিণ উপজেলার আড়ংবাজার সালেহা (৫২), চাঁদপুর সদরের ধানুয়া বাজার এলাকার ফুলবানু (৫০), একই উপজেলার মহামায়া এলাকার জাহানারা বেগম (৬৫), ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর এলাকার মিজান (৪৫), চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের মোঃ নাছির উদ্দিন (৭৫), একই উপজেলার রঘুনাথপুর এলাকার আঃ লতিফ (৬৫)।