চাঁসকের সাবেক শিক্ষক মুহাম্মদ খলিলুর রহমানের ইন্তেকাল
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শ্রদ্ধাভাজন সাবেক শিক্ষক মুহাম্মদ খলিলুর রহমান ওরফে খলিলুর রহমান টু গতকাল বুধবার বাদ আসর ঢাকার ভাটারা থানার অন্তর্গত জোয়ারসাহারা এলাকায় যমুনা ফিউচার পার্কের নিকটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি একজন সাহিত্য-গবেষক, বহু গাইড প্রণেতা ও বিশিষ্ট লেখক হিসেবে তাঁর শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে বদলি হয়ে মানিকগঞ্জ সরকারি কলেজে যান এবং পরবর্তীতে অবসরগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় সত্তর বছর।
গতকাল রাত ১০টায় চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান জনাব মুহাম্মদ খলিলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কোনো উল্লেখযোগ্য রোগে আক্রান্ত ছিলেন না। গতকাল তাঁর বাসভবনের নিকটস্থ মসজিদে জামাতের সাথে আসরের নামাজ আদায় করে বাসায় ফিরেন এবং আকস্মিক অসুস্থতাবোধ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তার এক সময়ের ছাত্র ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাহিত্য একাডেমী, চাঁদপুরের মহাপরিচালক কাজী শাহাদাত
মরহুম মুহাম্মদ খলিলুর রহমানের জানাজা ও দাফন কখন অনুষ্ঠিত হবে তা এ সংবাদ লিখা পর্যন্ত জানা যায়নি।