ছেলেদের দেখে রাখতে পারলেই সমাজের অপরাধগুলো কমে আসবে

হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার। তিনি বক্তব্যে বলেন, বিট পুলিশিং এর উদ্দেশ্যে হচ্ছে আমরা যাতে সকলের কাছাকাছি থাকি। এ এলাকায় ডাকাতি হলো কিংবা কোন সমস্যা হলো, সেই অপরাধীকে খুজে বের করাটা যতটা সহজ, আপনার যে সমস্যাটা সেটা আমার কাছে চলে আসাটাও সহজ। আমরা খুব তাড়াতাড়ি জানতে পাবো কোথায় সমস্যাটা হচ্ছে। সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের সেবাটা সহজেই আপনাদের কাছে পৌছে দেয়াই হচ্ছে বিট পুলিশিং। আর এটাই হচ্ছে বিট পুলিশিং এর উদ্দেশ্য। তিনি বলেন, বাল্যবিবাহ একটি বড় ধরনের সমস্যা। অল্পবয়সী একটি মেয়ে রাস্তা দিয়ে চলাচল কিংবা স্কুলে আসা যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হয়। মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো কম বয়সে তাকে বিয়ে দিয়ে দেন। একটি সমস্যা সমাধান করতে গিয়ে আপনি মেয়েটির সারা জীবনের জন্য আরও বড় বড় কয়েকটি সমস্যার সৃষ্টি করে দেন। আমরা আমাদের মেয়েদের শুধু ঘরে রাখতে হবে তা কিন্তু নয়, ছেলেদেরকেও ঘরে রাখতে হবে। তাদের প্রতি নজর রাখতে হবে। আমরা ছেলেদের দেখে রাখিনা বলেই মেয়েদের দেখে রাখতে হয়। আমদের ছেলেদের যদি দেখে রাখি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মাদক, ইভটিজিং, চিন্তা কারা করে? আমাদের ছেলেরাই করে। আমাদের ছেলেদের দেখে রাখতে পারলেই সমাজের অপরাধগুলো কমে আসবে।
মঙ্গলবার বেলা ১১টায় চরভৈরবী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ে হাইমচর থানা এ এসআই প্রাণকৃষ্ণের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারভেজ হাওলাদার, নাজমা বেগম, লায়লা আঞ্জুমারা বানু। এ সময় উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, বিট অফিসার এসআই নাজমুল হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply