জঙ্গীবাদ ও সিরিজ বোমা চক্রই ৭৫এর বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত : এমপি রুহুল

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, জঙ্গীবাদ ও সিরিজ বোমা চক্রই ৭৫এর বঙ্গবন্ধু হত্যা এবং ২১ আগস্ট শেখ হাসিনার গ্রেনেড হামলার চক্রান্তের সাথে জড়িত। ৭৫ দালালরা ও পাকিস্তানী চক্ররা বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসেন এবং জাতির পিতার হত্যার বিচার করেন ও বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরে অবদান রাখেন।
তিনি আরও বলেন, দলের মধ্যে যারা ঘাপটি মেরে সুবিধা নিতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা দলের পরিচয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছে। মনে রাখবেন তারা আওয়ামী লীগের ভালো চায় না, তারা আওয়ামী লীগের গোপন শত্রু। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যতদিন এ পৃথিবী থাকবে কেউ বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর যৌথ সমন্বয়ে দলকে শক্তিশালী করতে হবে এবং আগামীতে দেশের পরাশক্তিকে পরাজিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও বঙ্গবন্ধু ও ৭৫এর ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতে দেওয়ান মোঃ রেজাউল করিম, লেয়াকত প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা প্রমুখ।
পরে উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী ইউসুফ পাটোয়ারীর অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়ন, পৌরসভা, জনপ্রতিনিধি, সরকারি ব্যক্তিবর্গের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি মাস্ক বিতরণ করেন। শেষে মতলব বাজার শাহী জামে মসজিদে ন ২০০৫সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় নিহত শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply