জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে : ওচমান গনি পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক :
সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। করোনা আমাদের জীবনযাত্রা ব্যাহত করলেও জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এ জন্য দেশপ্রেম নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সরকার করোনার সংক্রমণ রোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণকে সরকারের এসব কার্যক্রমে সহযোগিতা করতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকতে পারবো। করোনা থেকে রক্ষায় স্বাস্ত্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুন। বিশেষ করে ঘরের বাইরে বেরুলে মাস্ক ব্যবহার করুন। কর্মস্থলে ও ঘরে ফেরার পর সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়ে ফেলুন। তিনি আরো বলেন, করোনাকে ভয় না পেয়ে সতর্ক ও সচেতন থেকে এই ভাইরাসকে মোকাবেলা করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর মাস্টার, সদস্য আল-আমিন ফরাজী, মশিউর রহমান মিটু, জাকির হোসেন পাটওয়ারী, বিল্লাল হোসেন, রওনক আরা রত্না, ইয়াসমিন, জোবেদা বেগম খুশি, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মোঃ ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী কুদ্দুছ ভাটসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় জেলা পরিষদের চলমান উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সদ্যপ্রয়াত লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর স্মরণসভা করার সিদ্ধাÍ হয়।