জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ আ’লীগ প্যানেলের ১০, বিএনপির ৫ জন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী ১০ জন আর বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ৫জন নির্বাচিত হয়েছেন। গতকাল রাত ১০টা ৫৫ মিনিটে প্রাপ্ত সর্বশেষ সংবাদে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন : আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাডঃ মোঃ আহছান হাবীব (প্রাপ্ত ভোট ১৫৫) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন (প্রাপ্ত ভোট ১৮০)। এ প্যানেলের বিজয়ী অন্যরা হচ্ছেন : সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সহিদ উল্যাহ কায়ছার (প্রাপ্ত ভোট ১৪৮), জুনিয়র সহ-সভাপতি পদে এমএ হালিম পাটওয়ারী (প্রাপ্ত ভোট ১৪৮), সম্পাদক ফরম্স পদে মোঃ রেজাউল করিম (প্রাপ্ত ভোট ১৪৭), জেনারেল অডিটর পদে মোঃ নূরুল আমিন খান (প্রাপ্ত ভোট ১৫১), রানিং অডিটর পদে মোঃ আজিজুল হক হিমেল (প্রাপ্ত ভোট ১৪৬), চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে মোঃ আল-আমিন হোসেন উজ্জ্বল (প্রাপ্ত ভোট ১৪৪), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে মোঃ শাখাওয়াত হোসেন শেখ (প্রাপ্ত ভোট ১৬০) ও মোঃ সাফায়েত হোসেন (প্রাপ্ত ভোট ১৫৯)। বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচিত ৫ জন হচ্ছেন : যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আলম খান মঞ্জু (প্রাপ্ত ভোট ১৫২), সম্পাদক লাইব্রেরি পদে জেসমিন আক্তার (প্রাপ্ত ভোট ১৬৬), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে মোজাহেদুল ইসলাম সাদ্দাম (প্রাপ্ত ভোট ১৪৮), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে রেজাউর রহমান শাওন (প্রাপ্ত ভোট ১৪৩) এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে শাহাদাত সরকার শাওন (প্রাপ্ত ভোট ১৫৫)। এদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ পেয়ে জেলা বারে ২য়বারের মতো নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’প্যানেলের ২৯ জন প্রার্থী। নির্বাচনের শুরু থেকেই সকল প্রার্থীরাই সকল ভোটার এবং দুপক্ষের প্রার্থীদেরকে একসাথে নিয়ে নির্বাচন চলাকালীন সময়টুকু কেন্দ্র উৎসব ও আমেজের মধ্যেই রেখেছেন। এর মধ্যে বিএনপি সমর্থিত প্যানেলের লাইব্রেরী সম্পাদক পদ প্রার্থী অ্যাডঃ জেসমিন আক্তারের মা শনিবার দিনগত রাতে মারা যাওয়ায় তিনি নির্বাচনী এলাকায় সময় দিতে পারেননি। কিন্তু তার প্রতি দু’প্যানেলের ভোটারদের ছিলো সহানুভুতি ।
নির্বাচন চলাকালীন সময়ে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, সাধারন সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসানউল্লাহসহ দুপ্যানেলেরই অনেক সমর্থক ও শুভাকাঙ্গিগন উপস্থিত ছিলেন।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সাথে জড়িত বিভিন্নস্তরের নেতা-কর্মী স্ব-শরীরে উপস্থিত থেকে প্রার্থীদের এবং ভোটারদের উৎসাহ দেন।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দ্বিতীয় তলায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ২৯৪ জন। শুধুমাত্র ১ জন ভোটারই তার ভোট প্রদান করেননি। তিনি নির্বাচনী এলাকায় না থাকার কারণেই ভোট দিতে পারেনি বলে নির্বাচন পরিচালনাকারীরা এ প্রতিবেদককে জানিয়েছেন। তিনি হলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট প্রফেসর সিরাজুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইব্রাহীম খলিল। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এমরান হোসেন।
সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাইনুল আহসান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে আলহাজ্ব অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ সহিদ উল্যাহ কায়সার, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এমএ হালিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোহাম্মদ গোলাম কাউছার শামিম, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ সালমা আক্তার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, রানিং অডিটর পদে অ্যাডঃ আজিজুল হক হিমেল, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন উজ্জ্বল, সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ প্রভাষ চন্দ্র সাহা, সদস্য রেজিষ্টারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন শেখ, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম খান ও অ্যাডঃ মোঃ সাফায়েত হোসেন তালুকদার।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ নূরুল্লাহ, জুনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আলম খান মঞ্জু, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ জেসমিন আকতার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মোঃ মোজাহেদুল ইসলাম সাদ্দাম, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ কামাল হোসেন পাটওয়ারী, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ আবদুল কাদের খান, সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ রেজাউর রহমান শাওন, সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডঃ মানছুর আহমেদ ও অ্যাডঃ শাহাদাত সরকার শাওন।

শেয়ার করুন

Leave a Reply