ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন মতলব দক্ষিণের পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাসের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলা পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। মতলব দক্ষিণ উপজেলায় করোনার আচড় যাতে না পরে সে চেষ্টাই করে যাচ্ছেন নিরলসভাবে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা। উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পরিশ্রম করে যাচ্ছেন। এ উপজেলার প্রায় আড়াই লক্ষ মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়াও তিনি পাড়া-মহল্লায় দিন নেই, রাত নেই, মাইকিংসহ সচেতনতামূলক সভা করছেন। চাঁদপুরের পুলিশ সুপার একেএম মাহবুবুর রহমান এর নির্দেশ এবং পরামর্শ মোতাবেক মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ থানার সকল পুলিশ সদস্যদেরকে নিয়ে করোনা যুদ্ধে মোকাবেলা করছেন। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ আহসান হাবীব সার্বক্ষণিক মনিটরিং করছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, সারা দেশেই পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই করোনা মোকাবেলা করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। মতলব দক্ষিণে এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি। এটা স্বস্তির বিষয়। তবে আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে এই উপজেলায় বিভিন্ন লোকজন প্রবেশ করে করোনা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ফলে এই উপজেলার বেশ কয়েকটি বাড়ি-ঘর লকডাউন করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। করোনা মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেনির মানুষের সার্বিক সহযোগিতা চাই।

শেয়ার করুন

Leave a Reply