ডাকাতিয়া নদীর উপর শাহরাস্তির বিষারা-নবাবপুর ব্রীজের ভিত্তিপ্রস্তর

জাকির হোসাইন খাঁন :
ডাকাতিয়া নদীর উপর স্থাপিত শাহরাস্তির বহুল প্রতিক্ষিত বিষারা নবাবপুর ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্টমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, জাতীয় সংসদের প্যানেল স্পীকার ১, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লর্ক্ষে কাজ করে চলেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। এ ব্রীজটির কাজ সম্পন্ন হলে, এ ডাকাতিয়া নদীর উপর আমাদের ৯টি ব্রীজের কাজ সম্পন্ন হবে। এ ব্রীজটি নির্মিত হলে, সংযুক্ত ৪টি ইউনিয়নের হাজার হাজার লোক উপকৃত হবে। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের পূর্বেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট হিসেবে মাথা উচুঁ করে দাড়াতে পারবো- ইনশাল্লাহ। শাহরাস্তি উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমানের সভাপতিত্বে ও শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ফরিদ উল্ল্যাহ চৌধুরী, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আবদুল লতিফ, থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল মজুমদার, পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াছ মিন্টু, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম. আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর মকবুল আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কমকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply