তরপুরচন্ডী তেঁতুলতলায় বসছে কোরবানির পশুর হাট

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদরের তরপুরচন্ডী তেঁতুলতলায় শুরু হচ্ছে কোরবানির গরু ছাগলের হাট।
তরপুরচন্ডী আনন্দ বাজারের পূর্ব পাশে তেঁতুলতলায় আজ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির ঐতিহ্যবাহী এই গরু ছাগলের হাট চলবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,হাট ইজারা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মেনে স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির গরু ছাগলের বিক্রেতা ও ক্রেতাদের জন্য থাকা খাওয়া ও সুচারুভাবে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেছেন।
গরুর বাজারের ইজারাদার এডভোকেট কবির চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন, গরুর বাজারের স্বাস্থ্য সুরক্ষায় আমরা জীবাণুনাশক স্প্রে ছিটাবো, ক্রেতা-বিক্রেতা সকলের মাক্স ব্যবহার নিশ্চিত করব।
তিনি বলেন, ব্যবসার উদ্দেশ্যে আমরা এই বাজারের আয়োজন করি নাই। আমরা মানুষের সেবা করতে চাই।
তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সাথে কথা বললে তিনি বলেন, গরুর বাজারের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সার্বক্ষণিক তদারকি থাকবে। সকল প্রকার বিশৃঙ্খলা রোধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

Leave a Reply