পুরাণবাজারের দোল মন্দির মেঘনায় বিলীন হওয়ার আশঙ্কা

আশিক বিন রহিম :
মেঘনার তীব্র স্রোতে চাঁদপুর শহরের পুরাণবাজারের শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির নদী ভাঙ্গণের ঝুঁকিতে রয়েছে। মন্দির প্রাঙ্গণ এলাকার বেশ কিছু স্থানের ব্লক দেবে গেছে। ফাটল দেখা দিয়েছে বেড়িবাঁধের আশপাশ স্থানে। ভাঙন প্রতিরোধে সহসাই ব্যবস্থা না দিলে ঐতিহ্যবাহী এই মন্দিরটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শুধু তাই নয় সেই সাথে নদীতে তলিয়ে যেতে পারে বিভিন্ন কারখানা, বাজার, মসজিদসহ শত শত মানুষের বাড়িঘর।
স্থানীয়রা জানায়, রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণ হতে হরিসভা মন্দির এলাকার প্রায় ৪শ’ মিটার এলাকা নদীর ঢেউয়ের আঘাতে হুমকির মুখে রয়েছে। হরিসভার দিকটায় বালু বোঝাই জিও ব্যাগ নদীতে সামান্য পরিমাণে ফেলা হচ্ছে। তবে রামঠাকুর দোল মন্দিরের এদিকটাই এখনো নজর দেওয়া হয়নি। এতে যেকোন সময় নদীতে তলিয়ে যেতে পারে শতবছরের পুরোনো মন্দিরসহ পুরো এলাকা। গৃহহীন হতে পারে স্থানীয় কয়েক হাজার মানুষ। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নজর প্রয়োজন।
এ ব্যপারে শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকার জানান, শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রামঠাকুর মন্দিরটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে পুরাণবাজার বাতাসাপিট্ট এলাকার মেইল, কারখানা, বড় মসজিদসহ কয়েক হাজার মানুষ নদী ভাঙ্গনের দৃশ্য দেখে আতঙ্কিত। তাই এর পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ সংশ্লিষ্টদের সুনজর প্রত্যাশা করছি।

শেয়ার করুন

Leave a Reply