প্যারিস জলবায়ু চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে চাই : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

কামরুজ্জামান হারুন :
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ২৮ জুন কুমিল্লার বড়ুরা উপজেলায় “বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি”র উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন বড়ুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ আনিসুল ইসলাম।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবীর অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। বিশেষত বাংলাদেশের মত উপকূলীয় দেশ গুলো বেশি ঝুঁকিপূর্ণ । তাই অবিলম্বে সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের কার্যকরী পদক্ষেপের কোন বিকল্প নেই। আমরা “প্যারিস জলবায়ু চুক্তি”র পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে চাই।”
নিজ অর্থায়নে “বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট তহবিল ‘ গঠন ও জলবায়ু কূটনীতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
বড়ুরা উপজেলা নির্বাহী অফিসার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দের পদক্ষেপের পাশাপাশি বৃক্ষরোপন ও বনায়নে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন,জলবায়ু বিষয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সেবামূলক সংগঠনগুলোকে জনসচেতনতা সৃষ্টি ও বৃক্ষরোপণ আন্দোলন বেগবান করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
এজন্য তিনি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও মইনীয়া যুব ফোরামের কার্যক্রমের প্রশংসা করেন।
উপস্থিত ছিলেন খলিফা শিব্বির আহমেদ শিব্বির, মুফতী মাওলানা শাহ্জাহান সিদ্দিকী, খলিফা মাওলানা আব্দুস ছাত্তার শাহ্ সিদ্দিকী, খলিফা আব্দুল জাব্বার, মো: আবুল কালাম, মো: সুমন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply