প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁদপুরে প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫৩ লাখ টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধান মন্ত্রীর নির্দেশে মোবাইলের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ৩ হাজার ৫৫১টি পরিবারের প্রত্যেককে ১৫শত টাকা করে প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি আজ শনিবার তাঁর কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউএনডিপির ফান্ডের রকেট এ্যাকাউন্টের টাকা তুলে কয়েকজন নারীর হাতে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো: আবু কালাম ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পৌর মেয়র তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভায় ৬৩টি বস্তি রয়েছে। এসব বস্তিবাসীর জীবনমান উন্নয়নে ইউ এন ডি পির অর্থায়নে বিভিন্ন সময়ে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান মহমারি করোনা ভাইরাসের সময়ে এবং আসন্ন ঈদ উপলক্ষে এসব বস্তির যে সমস্ত পরিবার কর্মহীন, অসহায় হয়ে পরেছেন এমন ৩ হাজার ৫৫১টি পরিবারের প্রতি পরিবারকে ১ হাজার ৫ শত টাকা করে মোবাইল অ্যাকাউন্টে ৫৩ লাখ ২৬ হাজার ৫শত টাকা প্রদান করা হচ্ছে।

মেয়র নাছির উদ্দিন আরো জানান এবারের করোনায় চাঁদপুর পৌর সভায় প্রত্যেক শ্রেনী পেশার মানুষকে বিশেষ করে অটোর মালিক চালক ২ হাজার, রিক্সা/ ভ্যান চালক ৩৫০,মাইক্রো চালক ও শ্রমিক ১৫০, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম ১৭৪ জন, বিভিন্ন শশান ঘাট শ্রমিক ১০জন, বাস চালক ও শ্রমিক ১৪৯ জন, বিভিন্ন মন্দিরের ঠাকুর পুরোহিত ৬৬ জন, মাছঘাট শ্রমিক ১৪৪ জন, মটর শ্রমিকলীগ ৯১ জন, কমিউনিটি পুলিশ সদস্য ১৬০ জন, কিন্ডার গার্ডেন শ্রমিক১০৫ জন,খ্রীষ্টান পরিবারের সদস্য ১১৩ জন, লাশ দাফনকারী ৩শত জন, বিভিন্ন অফসেট প্রেস শ্রমিক ৪৩ জন, কওমী মাদ্রাসার এতিম ও শিক্ষক ২২০ জন,নৌকার মাঝি ৭৪ জন, হিজরার ৫০টি পরিবারকে ২৫ হাজার টাকা, ঢুলী পরিবারে ৯ হাজার এবং বেদে ১৫০টি পরিবারকে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

এ ছাড়া সরকারি তালিকাভুক্ত নির্ধারিত প্রায় সাড়ে ৩ হাজার জেলেদের মাঝে ৪ মাসের চাল এবং গরীব,অসহায়দের মাঝে সরকারি জি আর চাল অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নিয়মিত বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply