প্রবীণদের মাঝে সময়োপযোগী সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য : মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস

স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
প্রবীণদের মাঝে সেবা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শহরে অসহায় ও দুঃস্থ প্রবীণদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরস্থ নাজিরপাড়া আন-নাজির আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস। তিনি চাঁদপুরে ফাউন্ডেশনের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, প্রবীণদের মাঝে সময়োপযোগী সেবা দেয়াই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। প্রবীণদের অনেক সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয়। একটা সময় আসে যখন প্রবীণরা কিছুই মনে করতে বা মনে রাখতে পারে না। তখন তারা সমাজের পরিবার বা সদস্যদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তারা পরিবারের অনেকের কাছে অবহেলিত হয়ে পড়ে। এ সময় পরিবারের অনেকেই কাজের প্রয়োজনে বা কর্মব্যস্ততার কারণে তাদেরকে ঠিক সময়মত দেখাশোনা বা সেবা দিতে পারে না। তাই অনেক প্রবীণের স্থান হয় বৃদ্ধাশ্রমে। আমরা চাই না, কোনো প্রবীণ বৃদ্ধাশ্রমে বাস করুক বা অবহেলা আর অমর্যাদাকর পরিস্থিতির শিকার হোক। তাই প্রবীণদের সেবা দেয়ার লক্ষ্যে আমরা চাঁদপুরে কাজ করতে চাই। এজন্যে সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। মনে রাখতে হবে আমরা সকলেই একদিন প্রবীণ বা বৃদ্ধ হবো। আমরা জীবনের শেষদিন পর্যন্ত আশা করবো যাতে আমরা সংসারে থেকে আমাদের পরিবার পরিজন বা সন্তানদের সাথে বাস করতে পারি। যা সকল প্রবীণই আশা করে থাকে।
অতিথিদের মাঝে আরো বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, জেলা স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী ও বর্তমান যুগ্ম সম্পাদক মুনীর চৌধুরী।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, আন নাজির আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক, ক্রীড়া সংগঠক মোঃ নূর নবী জমাদ্দার, মোঃ মোজাম্মেল হক, শাহ মোঃ জাহাঙ্গীর, রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, আল মামুর আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল খায়ের প্রমুখ। আলোচনা শেষে প্রবীণদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply