ফকির আলমগীর আইসিইউতে, আক্রান্ত করোনায়

বিনোদন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
শুক্রবার (১৬ জুলাই) সকালে এমন তথ্য জানান শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব।
রাজীব জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল থেকে তার বাবার অবস্থার অবনতি হয়। এরপরই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এই নন্দিত গণসংগীত শিল্পীকে।
বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় এবং আমাদের পুরো পরিবার সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে রাত ১২টার দিকে সৌভাগ্যক্রমে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সিট পাই। আমার বাবার জন্য গোটা দেশবাসীর কাছে দোয়া চাই।’
জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করে।

শেয়ার করুন

Leave a Reply