ফরিদগঞ্জে নদী থেকে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বলিয়ারপুর ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে পাইকদি খেয়াঘাট এলাকায় লাশ ভাসতে দেখে লোকজন।
স্থানীয়রা জানায়, দুপুরের পর মরদেহটি ভাসতে ভাসতে নদীর তীরে আসলে স্থানীয় কয়েকজনের নজরে পড়ে। তারা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদ্গঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানা এবং চাঁদপুর সদর নৌ পুলিশ থানার পুলিশ সদস্যরা।
তারা জানায়, আনুমানিক ১৩/১৪ বছর বয়সের কিশোরী মেয়েটির মেয়েটির পরনে সাদা সেলোয়ার, টিয়ে কালার কামিজের উপর সাদা ফোটা ফোটা জামা এবং খয়েরি রং এর চুয়েটার আছে বলে অনুমান করা যাচ্ছে। ধারনা করা হচ্ছে, লাশটি অনুমান ৮/১০ দিন পূর্বের বলে মনে হচ্ছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ডাকাতিয়া নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।