ফরিদগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ফরিদগঞ্জের পৌর এলাকায় পানিতে পড়ে খুকুমনি ও আশ্রাফ নামে দুই খালাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার পৌর এলাকার কেরোয়া গ্রামের হাজী বাড়িতে খালাত ভাই আশ্রাফ (৪) কে বাচাঁতে গিয়ে খালাত বোন খুকুমনির মৃত্যু হয়েছে।
হাজী বাড়ির লোকজন জানান, সৌদী প্রবাসী খোকন পাটওয়ারীর ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে খুকুমনি মেজ কন্যা ও উপজেলার কড়ইতলী গ্রামের খান বাড়ীর মো.দেলোয়ারে দুই ছেলে মেয়ের মধ্যে আশ্রাফ ছোট।
১৫ সেপেটম্বর মঙ্গলবার বিকালে খালাত ভাই আশ্রাফ পানিতে পড়েগেলে খুকুমনি আশ্রাফকে বাচাঁতে পানিতে ঝাপ দেয় আরতাতে খুকুমনিও পানিতে তলিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন তাদের উদ্দার করে কেরোয়া মজীদীয়া হাসপাতালে নিয়ে গেলে কর্র্তবরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এ সময় খুকুমনি ও আশ্রাফের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আশে।