বঙ্গবন্ধু

-ফারজানা ইয়াসমিন কুমকুম-

তুমি মোদের জাতির পিতা
শেখ মুজিবুর রহমান,
বাংলাদেশের স্বাধীনতায়
বিশাল তোমার অবদান।
৬৬ সালের ছয় দফা আর
৬৯এর গণ অভ্যুথ্থান
বাংলাদেশের ইতিহাসে
তোমার কথা চির অম্লান।
সংগ্রামের ডাক দিলে তুমি
৭ই মার্চের ভাষণে,
জনগণ মানলো সে ডাক
বসলে নেতার আসনে।
বাংলাদেশের স্বাধীনতার তরে,
হলে বন্দী কারাগারে।
বন্দী শিবিরে গাইলে তুমি
মুক্তির জয়গান,
স্বাধীনতার জন্য করতে পার
তোমার জীবন দান।
সোনার বাংলা গড়তে তোমার
চেষ্টার কোন ছিল না শেষ
৭১-এ পেলাম মোরা
মুক্ত, স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন দেশে বসে যখন
গড়বে সোনার বাংলা
তোমার বিরুদ্ধে শুরু হলো
ষড়যন্ত্র আর হামলা।
৭৫এ হলে তুমি নির্মমভাবে খুন
বাংলাদেশ যতদিন রবে
গাইবো তোমার গুণ।
বাংলাদেশে অমর তুমি
থাকবে চিরকাল,
তুমি মোদের বঙ্গবন্ধু
তুমি জাতির মান।

শেয়ার করুন

Leave a Reply