বেতন ভাতা না পেয়ে ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জাকির হোসেন সাঈদ :
দেশে মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব এর কারণে মানবতার জীবন যাপন করছেন ফরিদগঞ্জ উপজেলার ১২শত কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষিকা প্রতিষ্ঠানের কর্মচারীগণ। সোমবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ শাখার আয়োজিত ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগন উপজেলা পরিষদ চত্বরে একটি অবস্থান কর্মসূচির পালন করেন। অবস্থান কর্মসূচি শেষে তাদের কষ্ট ও দুর্দশার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা করেন।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে ও ক্রিড়া সম্পাদক শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাহফুজুল্লাহ ইউসুফ ও সাধারণ সম্পাদক এস,বি সবুজ ভদ্র, ফরিদগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ মকবুল আহমেদ, সহ-সভাপতি জাকির হোসেন ও সাধারন সম্পাদক বাদন চন্দ্র ঘোস, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রব প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply