মতমনোনয়নপত্র জমা দিলেন মতলব উপজেলায় আ’লীগ প্রার্থী কবির আহমেদ
মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং অফিসা মোঃ মোজাম্মেল হোসনের এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দানের পূর্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়
মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, উপজেলা আ’লীগের দেওয়ান রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।