মতলবের জোড়পুল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ বলেন, ব্যাংকিং সেবার মাধ্যমে জনগন অথনৈতিকভাবে হচ্ছে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যত। জোড়পুর বাজারের মতো একটি অজোপাড়াগায়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা যার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাকে আমি ধন্যবাদ জানাই। ব্যাংকের স্বত্ত্বাধিকারী কাউসার হামিদ তালুকদার এর ব্যাংকের সেবার মাধ্যমে এ এলাকার মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসেই আমরা টাকা উত্তোলন করতে পারছি। ইসলাম্য ব্যাংক রেমিটেন্সের মাধ্যমেই মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যাংকিং সেবা পাচ্ছি। এ সাফল্য বর্তমান সরকারের। স্বাস্থ্যবিধি মেনে ১৩ জুলাই ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং জোড়পুল বাজার কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় ও ইসলামী ব্যাংক লিঃ মতলব শাখার শাখা প্রধান মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল মোস্তফা তালুকদার, রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাস, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, ৪নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ খান, সেক্রেটারী মোবারক হোসেন, নারায়নপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মজুমদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাছ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল প্রধান, ৬নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম তালুকদার, সমাজসেবক মোঃ হুমায়ুন কবির প্রধান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী মতলব শাখার সিনিয়র অফিসার মোঃ ইসমাইল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং জোড়পুল শাখার স্বত্ত্বাধিকারী মোঃ কাউসার হামিদ তালুকদার। তাৎক্ষনিক মুহুর্তে ব্যাংকের গ্রাহক রেদওয়ান আহমেদ জাকিরকে রেমিটেন্সের ১লক্ষ ১২ হাজার ২শত টাকা দিয়ে শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ। এ সময় ব্যবসায়ীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply