মতলবে ইউএনও অফিসের কর্মচারীসহ ৪ জন করোনা আক্রান্ত

মোশারফ হোসেন তালুকদার :
মতলবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীসহ পৌর এলাকায় আরো ৪ রোগী করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১২জন রোগী করোনায় শনাক্ত হয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৮ মে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নতুন করে আরো ৪জন করোনায় শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী (৩৬), মতলব বাজারের মুদি ব্যবসায়ী (৭২), কলাদী এলাকার দু’বাসিন্দা (৩৮ ও (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩০-৪০ বয়সের ৩জন ও ৭০ উর্ধ্বো বয়সের ১জন রয়েছে। সংশ্লিষ্ট বাড়ীগুলো লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছিল। আজ ১ জুন ১১ জনের মধ্যে ৪জন করোনা পজেটিভ ও ৫জনের করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন। বাকী ২ জনের ফলাফল অপেক্ষমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply