মতলবে ক্রেতা-বিক্রেতাকে শাস্তি ও জরিমানা

মোশারফ হোসেন তালুকদার :
মতলব দক্ষিণ সদর বাজারে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় দুই ব্যবসায়ী ও চার ক্রেতাকে দৈহিক শাস্তি ও জরিমানা করা হয়েছে। গতকাল ১২মে মঙ্গলবার ১১টা থেকে দুপুর পর্যন্ত বাজার মনিটরিংয়ের সময় এ শাস্তি ও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায়, ওইদিন সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় কলেজ রোডের জালালের মুদি দোকানকে ও বাজারের স্বপন ইলেকট্রনিক্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতা সুমী আক্তার, আয়েশা আক্তার, লোকমান ও আলমগীরকে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসায় ৫শ ৫০ টাকা জরিমানা ও দৈহিক শাস্তি দেয়া হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
ইউএনও ফাহমিদা হক বলেন, করোনার প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছে না। তাই তাদের রোগ সংক্রমণ, প্রতিরোধ ও নির্মূল আইনে জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply