মতলবে পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৭ জনের জরিমানা

মোশারফ হোসেন তালুকদার :
মতলব দক্ষিণে কোরবানীর পশুর হাটে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। গতকাল ২৮ জুলাই মঙ্গলবার মতলব দক্ষিণের বিভিন্ন অস্থায়ী পশুর হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
বাজারে ক্রেতা- বিক্রেতা ও ইজারাদার মাস্ক না পরায় এমন ৭ জনকে ৯ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলমসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, শুধুমাত্র মাস্ক পরে এবং ভীড় এড়িয়ে পশুর হাট থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা যায়। হাটে বেশি সময় অবস্থান না করে যতদুর সম্ভব দ্রুততার সাথে পশু ক্রয় করে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, আজকে পৌরসভার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে সচেতনতার হার মোটামুটি সন্তোষজনক। অনেকের মুখে মাস্ক ছিল।এ অবস্থাটি ধরে রাখতে হবে। তবে আজকে ক্রেতার সংখ্যা কম ছিলো। সামনের দিনগুলোতে ক্রেতার সংখ্যা অনেক বাড়বে। তাই আগামী ৩ দিন আমাদের জন্য খুবই কঠিন হবে। এক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার কোন বিকল্প নেই।
ক্রেতা-বিক্রেতা-ইজারাদারসহ আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিবিড়ভাবে দায়িত্বশীল হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply