মতলবে মোবাইল গেমস খেলতে এমবির টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
মোবাইলে ফ্রি ফায়ার গেইমস খেলার জন্য এমবি কেনার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে মামুন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ২১ মে শনিবার দুপুর দেড়টার দিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানুন তার মায়ের কাছে মোবাইলের এমবির জন্য টাকা চাইলে তার মা কমলা বেগম পরে নিতে বলে। এতে রাগ করে ঘরের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ছেলেটি আসলে বখাটে হয়ে গিয়েছিল। তার মা গার্মেন্টেসে চাকরি করেন। ঈদ উপলক্ষে তার মাসহ ছেলেটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে তার মায়ের কাছে মোবাইলের এমবি কেনার জন্য টাকা চায়। তখন তার মা বলে, এখন নামাজের সময়- আমি গোসল করে আসি। পরে নামাজশেষে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার নানা আরেক বাড়িতে গিয়ে দেখে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছে। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply