মতলব উত্তরে দূরন্ত ’৯৭ বন্ধু সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরে অরাজনৈতিক বন্ধু সংগঠন দুরন্ত’৯৭ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা ,মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
২৭ সেপ্টেম্বর( রোববার) সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল। দূরন্ত ৯৭ ইঞ্জিনিয়ার গোলাম রসুল ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূরন্ত ৯৭ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল,যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন ফরাজী, পৌরসভার কমিউনিটি পুলিশং সাধারণ সম্পাদক অ্যাড মহসীন মিয়া মানিক, দুরন্ত ‘৯৭ সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন ফরহাদ, সহ-সভাপতি সৈয়দ কামাল হোসেন,যুগ্গ সাধারণ সম্পাদক রাশিদা আক্তার মিতু, বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দূরন্ত ৯৭ প্রধান নির্বাচন কমিশনার গোলাম রাব্বানী পাপ্পুও আক্তার হোসেন মুফতী। অভ্যথনায় ছিলেন, আব্দুল বাঁতেন সরকার, সালেহ আহমেদ, হাবিব উল্লাহ বারী চৌধুরী সোহাগ, জিসান আহমেদ, মাকসুদুর রহমান মিঠু, কামরুল ইসলাম বিপ্লব,আপ্যায়নে ছিলেন, মারফত আলী,আরিফ উল্লাহ, সাখাওয়াত হোসেন , জহিরুল হাসান মিন্টু, জহিরুল হাসান ঝন্টু,জিএম বাবু।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আহম্মেদ তারেক।