মতলব উত্তরে পুলিশের অভিযানে ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আড়াই কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল বুধবার (২৬ মে) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা হলেন, মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে মো. করিম (৩৬), মৃত কেরামত আলী বেপারীর ছেলে কামাল হোসেন (৪৫), মৃত জোহর ঢালীর ছেলে মো. খলিল মিয়া ঢালী (২৮) ও মৃত আবিদ আলীর ছেলে ইকবাল হোসেন (৫০)।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত ১২টার পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বেলতলী লঞ্চঘাটের পূর্ব পার্শ্বে মেঘনা নদীর তীরে সিগন্যাল বাতির নীচে খালী জায়গায় অভিযান পরিচালনা করেন। সেখানে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।