মতলব উত্তরে মাদকসহ হিজড়া আটক

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় থেকে ৮শ’ ২০ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৬শ’ টাক’সহ শুক্রবার সন্ধ্যায় হিজড়া সর্দারণী নুপুর আক্তার (২৬) কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হিজড়া নুপুরের ছত্রছায়ায় ৮/১০জন হিজড়া পৌর এলাকার আশপাশে মাদক বিক্রিসহ চাঁদাবাজি করছে।
হিজড়া মহসিন বলেন, আমাদের সম্প্রদায়ের অনেকেই মাদকাসক্ত- কথাটি মিথ্যা নয়। রীতিমতো মাদক কারবারও পরিচালনা করে তাদের কেউ কেউ। তবে আমাদের সংগঠনের বাইরে আরো হিজড়া রয়েছে, যাদের বেশিরভাগই এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, হিজড়ারা মাদক ব্যবসায় জড়িত এমন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ হিজড়া সর্দারিনীকে মাদকসহ আটক করেছে।
তিনি বলেন, মাদক কারবারির কোনো জাত বা লিঙ্গ নেই। এই অপরাধীরা সমাজের শত্র“। এদের ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply