মতলব উত্তরে সেনা প্রধানের পক্ষে ৫শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান হারুন :
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ-এর পক্ষে শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকী লঞ্চ ঘাট সংলগ্ন মাঠে করোনায় কর্মহীন মানুষের মাঝে সুলতানাবাদ ইউনিয়নের ৫শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন করেন কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন তুহিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সালাম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদাউসি বেগম (রুনু) ও যুবলীগ নেতা লাল মিয়া সরকার।
ক্যাপ্টেন তুহিন বলেন, সব সময় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসে আক্রান্ত ক্রমান্বয়ে বেড়েই চলছে।
এ ভাইরাস থেকে বাচতে হলে সকলকে সরকারের আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সোশাল ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং বিনা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া বর্জন করতে হবে। আমরা সেনা প্রধানের নির্দেশে জনগনের সুরক্ষায় কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply