মতলব দক্ষিণের কোন পশুর হাটে চাঁদাবাজী চলবে না

মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেছেন, উপজেলার ও পৌরসভার কোন কুরবানির পশুর হাটে চাঁদাবাজী চলবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে পশুর হাটে সকল ক্রেতা-বিক্রেতারা প্রবেশ করবেন। মাস্ক ব্যবহার ব্যতিত কেউ পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, জাল টাকা থেকে সাবধান। এই সংক্রান্ত সংবাদ পেলেই পুলিশকে অবহিত করবেন। আইন নিজের হাতে কেউ তুলে নিবেন না। এক শ্রেনির কু-চক্রী মহল কুরবানির পশুর হাটে, বিভিন্ন শপিং মলে ও গুরুত্বপুর্ণ বাজারগুলোতে ওৎ পেতে বসে থাকে। তারা সুযোগ বুঝে নিরীহ মানুষকে জাল টাকা দিয়ে প্রতারনা করে থাকে। তাদের কাছ থেকে সবাই সাবধান থাকবেন। গত ২৪ জুলাই মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর ও পেয়ারীখোলা গরুর বাজার পরিদর্শনকালে সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন। এ সময় সঙ্গে ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মাসুদ পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply