মতলব দক্ষিণে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক মানববন্ধন

মোশারফ হোসেন তালুকদার :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবকদের অংগ্রহণে জনগণের মাঝে করোনা সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় শতভাগ মাস্ক পড়া নিশ্চিতকরণ, শারিরীক দুরুত্ব বজায় রাখা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া পণ্য বিক্রয় না করা এবং জনগনকে স্বাস্থ্যবিধি সমুহ মেনে চলার জন্য সচেতনতামুলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরে মতলব শহরের প্রধান প্রধান সড়কে সচেতনতামূলক র্যালী প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু প্রমুখ।
এ সময় পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি সুকুমার ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply