মতলব দক্ষিণে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিণে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মতলব দক্ষিণ থানা পুলিশ। মতলব-নারায়নপুর পেন্নাই সড়কে পানির ট্যাংকির মোড়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত এর নেতৃত্বে মতলব দক্ষিণের বিভিন্ন অলিগলিতে টহল অভিযান পরিচালনা এবং চেকপোষ্ট বসানো হয়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন। লকডাউনের আওতামুক্ত যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন সড়কে চলাচল করতে দেয়া হয়নি। ২৯ জুন সকাল থেকে এ চিত্র লক্ষ করা গেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত আইন অনুযায়ী সকলকে চলাফেরা করতে হবে। প্রত্যেকের মাস্ক ব্যবহার করতে হবে। পন্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতিত সকল গণ পরিবহন চলাচল বন্ধ থাকবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সকল গনপরিবহনের চলাচল বন্ধ থাকবে। সরকারের ঘোষিত আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পড়তে হবে। এজন্য আমরা সকলের সহযোগীতা চাই। সঙ্গে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply